রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

|

জাতীয় ঈদগাহ। ছবি: সগৃহীত।

মঙ্গলবার (৩ মে) দেশে উদযাপিত হবে পবিত্র ইদুল ফিতর। ইতোমধ্যে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জাতীয় ঈদগাহে। এদিন সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

করোনার কারণে গেল দুই বছর বন্ধ ছিল উন্মুক্ত এই ঈদ জামাত। এদিকে ঢাকায় হাইকোর্ট চত্বরের ঈদগাহে খোলা পরিসরে শতাধিক কাতারে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এছাড়া বৃষ্টি এলে যেন মুসল্লিদের কোনো সমস্যা না হয়, সেজন্য ত্রিপল লাগানো হয়েছে। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রস্তুতিও পুরোপুরি সম্পন্ন। এই মসজিদে সকাল সাতটায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তারপর সকাল ৮টা, ৯টা ১০টা ও সবশেষ পৌনে এগারোটায় মোট পাঁচটি জামাত হওয়ার কথা রয়েছে।

এদিকে, দূর্যোগপূর্ণ আবহাওয়ায় কেন্দ্রীয় ঈদগাহের প্রধান জামাত বিঘ্নিত হলে বায়তুল মোকাররমের ৯টার জামাত হবে প্রধান ঈদ জামাত।

বসুন্ধরা আবাসিক এলাকায়ও ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে বড়মসজিদ বা মারকাজুল ফিকহিল ইসলামীতে। এরপর সকাল সোয়া ৭টায় উম্মে কুলসুম জামে মসজিদ (সি ব্লক), সকাল সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে, সকাল ৮টায় বায়তুল জান্নাত জামে মসজিদ (জি ব্লক) এবং সকাল ৮টা ৩০ মিনিটে ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) জামাত হবে।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ সাধারণ মুসল্লিরাও অংশ নিতে পারবেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের জামাত সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। তবে কোনো কারণে জামাতের আয়োজন করা না গেলে বিশ্ববিদ্যালয়ের তিনটি মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

জমঈয়তে আহলে হাদিসের ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খাতিব শাইখ মুহাম্মাদ মোস্তফা সালাফি।

গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে তিনটি। ভোর ৬টা, সকাল ৭টা ৩০ মিনিট এবং সকাল ৯টায়। এছাড়াও রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদে সকাল ৭টা ৩০ মিনিট ও সকাল ৯টা ৩০ মিনিটে দুটি জামাত অনুষ্ঠিত হবে। জধানীর মিরপুর দারুস সালাম এলাকার মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিট ও সকাল ৯টায় দুটি এবং মিরপুর ১২ নম্বর সেকশনের হারুন মোল্লাহ্ ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীর মতিঝিলের আরামবাগে দেওয়ানবাগ শরিফের উদ্যোগে সকাল ৮টায় ও সকাল ৯টা ৩০ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply