চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়ালকে চায় সালাহ

|

ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। প্রতিপক্ষ হিসেবে কাকে চাওয়া, ম্যানচেস্টার সিটি নাকি রিয়াল মাদ্রিদ? উত্তর মিলেছে দলটির মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর কন্ঠে। জানালেন, চলতি মাসের ২৮ তারিখ ফাইনালে ম্যানসিটি নয় বরং স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে লড়তে চায় অলরেডস শিবির। কারণ প্রতিপক্ষ হিসেব লসব্লাঙ্কোসের চেয়ে নাকি সিটিজেনরাই কঠিন।

সেইসঙ্গে প্রতিশোধ নিতে চাওয়ার আকাঙ্খাও রয়েছে মোহাম্মদ সালাহ’র। টুর্নামেন্টটির ২০১৮ সালের ফাইনালে লসব্লাঙ্কোসের কাছে হেরে শিরোপা বিসর্জন দিতে হয়েছিল অলরেডসকে। সেবার ম্যাচের ৩০ মিনিটে সার্জিও রামোসের করা আঘাতে মাঠ ছাড়তে হয়েছিল এই মিশরীয় ফরোয়ার্ডকে। এবার রিয়ালকে পেলে প্রতিশোধের মঞ্চের ভিন্ন গল্প লিখতে চান সালাহ।

এছাড়া প্রতিপক্ষ হিসেবে ম্যানচেস্টার সিটি কঠিন বলেও উল্লেখ করেছেন তিনি। তাই ফাইনালে এড়াতে চান সিটিজেনদের। সালাহ বলেন, আমি মাদ্রিদের বিপক্ষে খেলতে চাই। সিটি খুবই শক্ত দল। এই মৌসুমে ওদের বিপক্ষে কয়েকবার খেলেছি আমরা। আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে রিয়ালকেই বেছে নেব।

ইংলিশ প্রিমিয়ার লিগে অলরেডসদের সঙ্গে শিরোপার লড়াইটা ম্যান সিটির। দু’দলের ব্যবধান মাত্র এক পয়েন্টের। সালাহর প্রত্যাশা, রিয়ালকে ফাইনালে পেলে নিজেরাই শিরোপা জিতবে।

এদিকে, ঘরের মাঠে ভিয়ারিয়াল ভীতি জাগালেও তা সত্যি হতে দেয়নি লিভারপুল। প্রত্যাবর্তনের গল্প লিখে আরও একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইয়্যুর্গেন ক্লপের দল। অপেক্ষা এখন শিরোপা জিততে শেষ লড়াইয়ের। আগামী ২৮ মে প্যারিসে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের এবারের ফাইনাল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply