সরকারি পৃষ্ঠপোষকতায় কলকাতায় চালু হলো সিনেমা হল

|

ছবি: সংগৃহীত

দর্শককে বাংলা সিনেমায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিলো ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জী প্রশাসন। সরকারি পৃষ্ঠপোষকতায় কলকাতায় চালু হলো সিনেমা হল। খবর আজতাকের।

এই সিনেমা হলে দেখানো হবে শুধুমাত্র বাংলা ছবি। রাজ্য সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই উদ্যোগ বাস্তবায়ন করেছে। শুক্রবার দুপুরে সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে হলের কার্যক্রম শুরু হয়।

টলিউডের শতবর্ষী রাধা স্টুডিওকে উন্মুক্ত করা হয়েছে এ সিনেমা হল হিসেবে। মাত্র ৩০ রুপি দিয়ে সেখানে সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকরা। এর আগে চলচ্চিত্র সংগ্রহশালা বানানো হয়েছিল স্টুডিওটিকে। এবার এর অডিটোরিয়ামটিকে রূপান্তরিত হলো সিনেমা হলে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, সংসদ সদস্য অভিনেতা দেব, পরিচালক হরনাথ চক্রবর্তী, পরিচালক গৌতম ঘোষ, সোহম চক্রবর্তীসহ আরও অনেকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply