অর্থবছর শেষ না হতেই লক্ষ্যমাত্রা ছুঁয়েছে রফতানি আয়

|

চলতি অর্থবছর শেষ হতে এখনও দুই মাস বাকি। এর মধ্যেই অর্থবছরের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে রফতানি আয়। গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত চার হাজার ৩৩৪ কোটি ডলারেরও বেশি পণ্য রফতানি হয়েছে। চলতি অর্থবছরের মোট রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় চার হাজার ৩৫০ কোটি ডলার।

করোনার প্রকোপ কমে আসার পর থেকেই রফতানি আয় বাড়ছে। গত জুলাই থেকে প্রতি মাসে গড়ে প্রায় ৪৭৫ কোটি ডলারের পণ্য রফতানি হচ্ছে। সে হিসাবে বছরের বাকি দুই মাসে রফতানি আয় আসতে পারে আরও এক হাজার ডলারের কাছাকাছি। শেষ পর্যন্ত তা সম্ভব হলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রফতানি আয় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার কোটি ডলার হতে পারে।

উদ্যোক্তারাও সে সম্ভাবনা দেখছেন বলে জানালেন। তাদের হাতে এখন রফতানি আদেশ প্রত্যাশার চেয়েও বেশি। রফতানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদন বলছে, তৈরি পোশাকের রফতানি গোটা অর্থবছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২২ কোটি ডলার বেশি হয়েছে। বছরের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার ৫১৪ কোটি ডলার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply