টানা তিন জয়ের পর বার্সার পয়েন্ট ভাগাভাগি

|

ছবি: সংগৃহীত

লা লিগায় টানা তিন জয়ের পর গেটাফের মাঠে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। লা লিগায় শীর্ষ চারে থেকে কাতালান ক্লাবটি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছিল আগেই। এবার রানার্সআপ হয়ে চার দলের স্প্যানিশ সুপার কাপে জায়গা করে নিল তারা।

গেটাফের মাঠে এই ম্যাচে দুই দলের নিয়মিত খেলোয়াড়দের অনেকেই ছিলেন না। যার ফলে গোলের জন্য ভুগতে হয়েছে পুরোটা সময়। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও তা থেকে গোল আদায় করতে পারছিল না বার্সেলোনা। আর ফেরান তোরেস, অবামেয়াংদের ফিনিশিংয়ের অভাবে চেপে ধরে গেটাফে। প্রথমার্ধে তাদের নেয়া ৮ শটের ৩টিই ছিল লক্ষ্যে। যদিও সেগুলো খুব একটা ভাবাতে পারেনি মার্ক আন্দ্রে টার স্টেগেনকে। সহজেই ঠেকিয়ে দেন এই জার্মান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তন করে কৌশলে বদল আনেন দুই কোচ। কিন্তু তারপরও কোনো দলই গোলের দেখা না পেলে পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয় বার্সা ও গেটাফেকে।

আরও পড়ুন: রেলিগেশনের শঙ্কায় থাকা কাদিচের সাথে রিয়াল মাদ্রিদের ড্র

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply