ন্যাটোকে পুতিনের হুঁশিয়ারি

|

ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ড যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, ন্যাটো সুইডেন ও ফিনল্যান্ডের সামরিক অবকাঠামো শক্তিশালী করতে শুরু করলে রাশিয়া প্রতিক্রিয়া দেখাবে। খবর রয়টার্সের।

সোমবার (১৬ মে) পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। রাশিয়ার সীমান্তের পূর্ব দিকে ন্যাটো জোটের সম্প্রসারণের কারণে ইউক্রেনে সংঘাত শুরু হয়েছে বলেও বারবার মন্তব্য করেছেন পুতিন।

ফিনল্যান্ড বা সুইডেনের সাথে রাশিয়ার কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। তবে ন্যাটো সামরিক অবকাঠামোর সম্প্রসারণ করলে মস্কো প্রতিক্রিয়া দেখাবে, জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply