টেক্সাসের স্কুলে বন্দুক হামলা, ব্যবস্থা নিতে দেরি হওয়ায় পুলিশের ভুল স্বীকার

|

টেক্সাসে স্কুলে হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত ভুল হয়েছিল বলে স্বীকার করেছে স্থানীয় পুলিশ।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক কর্নেল স্টিভেন ম্যাক্রো জানান, হামলাকারী স্কুলের ভেতরে ঢুকে জিম্মি করে শিক্ষক ও শিক্ষার্থীদের। এরপরই সেখানে পৌঁছায় পুলিশ। তবে অভিযান শুরু করতে বিভিন্ন কারণে প্রায় এক ঘণ্টা দেরি করা হয়। মূলত নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যদের পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করা হয়। এক ঘণ্টা অপেক্ষা করার এই সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

কর্নেল স্টিভেন ম্যাক্রো বলেন, শুরুতেই যদি হামলকারীকে লক্ষ্য করে গুলি চালানো হতো তাহলে এই হত্যাযজ্ঞ ঠেকানো যেতো।

উল্লেখ্য, গত মঙ্গলবার ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস একাই টেক্সাসের স্কুলে বন্দুক হামলা চালায়। এ ঘটনায় নিহত শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে। পুলিশ বলছে, তার হাতে একটি বন্দুক ও একটি রাইফেল ছিল। এদিকে স্কুলে হামলায় নিহতদের স্মরণে এখনও চলছে শোক।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply