বছর ঘুরে আবার এসেছে মাহে রমজান

|

বছর ঘুরে আবার এসেছে সিয়াম সাধনার মাস, মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আজ শুক্রবার থেকে শুরু হলো রমজানের সিয়াম সাধনা। সারা দেশেই ধর্মপ্রাণ মুসল্লিরা গতকাল রাতে তারাবির নামাজ আদায় করেছেন।

ভোরে পরিবার-পরিজন নিয়ে সাহরী করেন মুসলমানরা। বাসাবাড়ি’র পাশাপাশি সাহরীর সময় রাজধানীর বিভিন্ন এলাকার হোটেল গুলোতে এসেছিলেন অনেকে। তবে, ঐতিহ্যের কথা বিবেচনা করে পুরান ঢাকার আয়োজনে লোক সমাগম ছিল বেশি।

আল্লাহ’র নৈকট্য লাভ ও আত্মশুদ্ধির লক্ষ্যে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন ইসলাম ধর্মাবলম্বীরা। মশগুল থাকবেন ইবাদত-বন্দেগিতে।

এরআগে, বৃহস্পতিবার এশার পর তারাবি’র নামাজের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply