বলিউডে আসছে হিট-দ্য ফার্স্ট কেস

|

বলিউডে রিমেক হচ্ছে ড. শৈলেশ কোলানু পরিচালিত হিট-দ্য ফার্স্ট কেস সিনেমার।

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি এখন দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। তামিল, মালায়ালম, তেলেগু, কন্নড় সব কটি ইন্ডাস্ট্রি ক্রমেই জানান দিচ্ছে তাদের সক্ষমতা। কী গল্প, কী নির্মাণ, সবকিছুতেই এগিয়ে যাচ্ছে তারা। সেই সাথে হিড়িক পড়ে গেছে বলিউডে দক্ষিণী সিনেমা রিমেক করার। সে ধারাবাহিকতায়ই এবার একই নামে বলিউডে রিমেক হলো ‘হিট-দ্য ফার্স্ট কেস’ সিনেমা।

২০২০ সালে তেলেগু ভাষায় মুক্তি পায় অ্যাকশন থ্রিলার জনরার সিনেমা ‘হিট-দ্য ফার্স্ট কেস’। ড. শৈলেশ কোলানু পরিচালিত এ সিনেমা দারুণ ব্যবসা করেছিল বক্স অফিসেও। দক্ষিণী সুপারস্টার বিশ্বাক সেন ও রুহানি শর্মা অভিনীত সেই সুপারহিট তেলেগু সিনেমা ‘হিট-দ্য ফার্স্ট কেস’ এবার বলিউডে। সিনেমার অভিনেতা-অভিনেত্রী বদলে গেলেও, তেলুগু সিনেমার মতো হিন্দি রিমেকটি পরিচালনার করেছেন পরিচালক ড. শৈলেশ কোলানু। বিশ্বাক সেন অভিনীত চরিত্রে হিন্দি রিমেকে অভিনয় করেছেন রাজকুমার রাও।

সম্প্রতি মুক্তি পেল ড. শৈলেশ কোলানু পরিচালিত এ থ্রিলার সিনেমার টিজার। টিজারে একজন তদন্তকারী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন রাজকুমার রাও। এর আগেও সিনেমায় রাজকুমারকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেলেও হিট-দ্য ফার্স্ট কেসে তার চরিত্রটি একদমই আলাদা।

জানা গেছে, এ সিনেমায় হোমিসাইড ইন্টারভেনশন টিমের হয়ে কাজ করবেন পুলিশ সদস্য বিক্রম অর্থাৎ রাজকুমার রাও। একটি মেয়ে নিখোঁজ হলে বিক্রম সর্বশক্তি দিয়ে তাকে খুঁজে বের করতে চেষ্টা করেন। কিন্তু মেয়েটির সঙ্গে তার কি কোনো যোগ আছে কি না তা বুঝা যাবে সিনেমা মুক্তির পর। সিনেমাতে রাজকুমারের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সানায়া মালহোত্রা। পাশাপাশি সিনেমাতে দেখা যাবে দিলীপ তাহিল, মিলিন্দ গুনাজি, শিল্পা শুক্লা ছাড়াও আরও অনেক অভিনয়শিল্পীকে। আগামী ১৫ জুলাই পর্দায় আসছে হিট-দ্য ফার্স্ট কেস।

এক সময় একের পর এক সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করলেও বিগত কয়েকবছরে তেমন হিট সিনেমা দিতে পারেননি রাজকুমার রাও। হিট-দ্য ফার্স্ট কেসের এর হাত ধরেই ফের স্বমহিমায় ফিরবেন রাজকুমার এমনটাই প্রত্যাশা তার ভক্তদের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply