বারভিডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হাবিব উল্লাহ ডন

|

২০২২-২০২৪ মেয়াদে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পাের্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসােসিয়েশনের (বারভিডা) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাে. হাবিব উল্লাহ ডন। আর অ্যাসােসিয়েশনের সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন মােহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়া সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ১, ২ ও ৩ পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন জনাব মাে. আসলাম সেরনিয়াবাত, জনাব রিয়াজ রহমান এবং জনাব মাে. গিয়াস উদ্দিন চৌধুরী।

এর আগে, শনিবার (১৮ জুন) তারিখে অনুষ্ঠিত বারভিডার দ্বি-বার্ষিক নির্বাচনে ২৫টি পদে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২৫ জন সদস্যের মধ্য থেকে সোমবার (২০ জুন) সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটি গঠন করেন।

প্রসঙ্গত, ভাইস প্রেসিডেন্ট-১ পদে আবু হােসেন ভূঁইয়া রানু, মাে. আসলাম সেরনিয়াবাত এবং আলহাজ জাফর আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মাে. আসলাম সেরনিয়াবাত নির্বাচিত হন। ভাইস প্রেসিডেন্ট-৩ পদে মাে. গিয়াস উদ্দিন চৌধুরী মাে. সাইফুল ইসলাম সম্রাটকে পরাজিত করে নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদগুলােতে পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বারভিডার ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচিত কার্যনির্বাহী কমিটি:

১. মাে. হাবিব উল্লাহ ডন- প্রেসিডেন্ট

২. মােহাম্মদ শহীদুল ইসলাম- সেক্রেটারি জেনারেল

৩. মাে. আসলাম সেরনিয়াবাত- ভাইস প্রেসিডেন্ট-১

৪. রিয়াজ রহমান – ভাইস প্রেসিডেন্ট-২

৫. মাে. গিয়াস উদ্দিন চৌধুরী- ভাইস প্রেসিডেন্ট-৩

৬. বেলাল উদ্দিন চৌধুরী- জয়েন্ট সেক্রেটারি জেনারেল

৭. মাে. আনিছুর রহমান- ট্রেজারার

৮. মাে. সাইফুল আলম- জয়েন্ট ট্রেজারার

৯. ডা. হাবিবুর রহমান খান- অর্গানাইজিং সেক্রেটারি

১০. মাে. জসিম উদ্দিন- পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি

১১.মাে. আব্দুল আউয়াল- প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি

১২. জুবায়ের রহমান- কালচারাল সেক্রেটারি

নির্বাচিত কার্যনির্বাহী সদস্য- ১৩ জন।

১. কাউছার হামিদ

২. মাে. হাবিবুর রহমান

৩. মাে. সাইফুল ইসলাম (সম্রাট)

৪. জিয়াউল ইসলাম জিয়া

৫, আলহাজ জাফর আহমেদ

৬. এ. বি. সিদ্দিক (আবু)

৭. আবু হােসেন ভূইয়া রানু

৮, মাে. রায়হান আজাদ (টিটো)

৯. মাহবুবুল হক চৌধুরী বাবর

১০. মাে. নাজমুল আলম চৌধুরী

১১. মাে. গােলাম রব্বানি (শান্ত)

১২. মাে. লাবু মিয়া হাজী রুবেল

১৩. পুনম শারমিন ঝিলমিল

বারভিডা নির্বাচন বাের্ড ২০২২-২০২৪ এর চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মাে. সেলিম হােসেন নির্বাচনের ফলাফল ঘােষণা করেন। এ সময় বারভিডার প্রশাসক ছাদেক আহমদ এবং নির্বাচন বাের্ডের সদস্য তানিয়া ইসলাম ও মাে. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের একটি জাতীয় বাণিজ্য সংগঠন হিসেবে বারভিডা স্থানীয় বিনিয়ােগ, প্রত্যক্ষ ও পরােক্ষভাবে লক্ষাধিক লােকের কর্মসংস্থান এবং সরকারকে বছরে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৯২০।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply