শতবর্ষ পর ঋণখেলাপ করলো রাশিয়া

|

ছবি: সংগৃহীত।

শতবর্ষ পর ঋণখেলাপির তকমা জুটলো রাশিয়ার কপালে। ১০০ মিলিয়ন ডলারের ঋণ পরিশোধের শেষ সময়সীমা ছিল রোববার (২৬ জুন)। সময়ের মধ্যে এই ঝণ পরিশোধে ব্যর্থ হয়েছে দেশটি। খবর আল জাজিরার।

বৈদেশিক ঋণদাতাদেরকে অর্থ ফেরত দিতে পুরোপুরি প্রস্তুত ছিল ক্রেমলিন। কারণ দেশের মর্যাদা এবং বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নতুন আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হয়নি।

গত ২৭ মে ঋণের পুরো অর্থ ‘ইউরোক্লিয়ার’ ব্যাংকে পাঠায় রাশিয়া। সেখান থেকেই বণ্টন করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের পর একমাস পেরোলেও সেটি দাতাদের কাছে পৌঁছায়নি। ইউরোক্লিয়ার বলছে, যুদ্ধের প্রভাবে নিষেধাজ্ঞা আরোপ আর সম্পদ জব্দের কারণেই এ জটিলতা।

এই ঘটনাকে ‘স্রেফ প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছেন রুশ অর্থমন্ত্রী। সবশেষ ১৯১৮ সালে বলশেভিক বিপ্লবের সময় বৈদেশিক ঋণ পরিশোধে অস্বীকৃতি জানান তৎকালীন কম্যুনিস্ট নেতা ভ্লাদিমির লেনিন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply