কর্ণাটকে থানায় ইঁদুরের উপদ্রব, নির্মূলে ‘বিড়াল বাহিনী’ মোতায়েন

|

ছবি: সংগৃহীত

পুলিশ স্টেশনের ভেতরে বেড়েছে ইঁদুরের উপদ্রব। তাদের হাত থেকে বাঁচতে বিড়াল বাহিনী মোতায়েন করেছে ভারতের বেঙ্গালুরু শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কর্ণাটকের গৌরীবিদানুর গ্রামীণ পুলিশ স্টেশনে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, গৌরীবিদানুর পুলিশ স্টেশনটি ২০১৪ সালে প্রতিষ্ঠা হয়। পুলিশ বলছে, এই স্টেশনে ইঁদুরের দৌরাত্ম্যে টেকা দায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করেছে ইঁদুর। অনেক চেষ্টা করেও এই বিপদ থেকে রেহাই পান না পুলিশ সদস্যরা। তাই ইঁদুর তাড়াতে পুলিশ স্টেশনেই দু’টি বিড়াল পোষা হচ্ছে।

গৌরীবিদানুর থানার সাব-ইনস্পেক্টর বিজয় কুমার জানান, স্টেশনের কাছে জলাশয় রয়েছে। সেই কারণেই স্টেশনের ভেতরে ইঁদুরের সংখ্যা বেশি। প্রথমে একটি বিড়াল পোষার পর ইঁদুরের উপদ্রব বেশ খানিকটা কমে যায়। এরপর আরও একটি বিড়াল পোষা হচ্ছে। বিড়ালগুলো এখন পর্যন্ত তিনটি ইঁদুর মেরেছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply