সাত সেনা হত্যাকাণ্ডের জেরে ইথিওপিয়ার রাষ্ট্রদূতকে তলব করলো সুদান

|

ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার বিরুদ্ধে নিজদের সাত জন সেনা সদস্যকে হত্যার অভিযোগ এনেছে সুদান। এ ঘটনায় ইথিওপিয়ায় থাকা সুদানি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির সেনাবাহিনী। খবর আলজাজিরার।

সোমবার (২৭ জুন) দেয়া এক বিবৃতিতে সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইথিওপিয়ায় থাকা নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন তারা। সেই সাথে এ হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানাতে তলব করা হয়েছে খার্তুমে অবস্থানরত ইথিওপিয়ার রাষ্ট্রদূতকেও।

এর আগে, রোববার (২৬ জুন) খার্তুম অভিযোগ করে, বুধবার (২২ জুন) তাদের সীমান্ত এলাকা থেকে সাত সেনা ও একজন বেসামরিক নাগরিককে ধরে নিয়ে যায় সুদানের সেনারা। পরে আটককৃত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করে তারা।

রোববার দেয়া এক বিবৃতিতে সুদানের সামরিক বাহিনী জানায়, ইথিওপিয়ার এ ধরনের কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেয়া হবে। যদিও সুদানের অভিযোগ নিয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি ইথিওপিয়া প্রশাসন।

প্রসঙ্গত, ইথিওপিয়ার উত্তর তাইগ্রের নিয়মিত সংঘাত ও নীল নদে ইথিওপিয়ার বাঁধ নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে সম্প্রতি। এসব ছাড়াও বিভিন্ন ইস্যুতে দুই দেশের সীমান্ত সংঘাত অনেকটাই নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply