সাতক্ষীরায় এবার কোরবানির পশু হাটের চমক ৩০ মণের টাইগার

|

৩০মণ ওজনের ষাঁড় টাইগার।

সাতক্ষীরা প্রতিনিধি:

প্রতি বছরই কোরবানির পশুর হাটে চমক হিসেবে থাকে বিশেষ কিছু বিশাল আকৃতির গরু। এবার কোরবানির ঈদে সবার দৃষ্টি কেড়েছে সাতক্ষীরা টাইগার। ইতোমধ্যেই আলোচনায় এসেছে টাইগার। যার আনুমানিক ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি বা ৩০ মণ। দাম ধরা হয়েছে ১৫ লাখ টাকা।

বিশাল আকৃতির এই গরুটি এবার কোরবানি ঈদে বিক্রি করবেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার নলতা গ্রামের খামারি সাইদুর রহমান। ৩ বছর ধরে ঘাস, খোল, কুড়া, ভুসি, কলা, মাল্টাসহ বিভিন্ন ফল-ফলাদি খাইয়ে স্বাস্থ্যসম্মতভাবে ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি লালন-পালন করেছেন তিনি। আদর করে নাম রেখেছেন তালার টাইগার।

ষাঁড়টিকে দেখতে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন সাইদুরের বাড়িতে। ন্যায্য মূল্য পেলে হাটে তোলার আগেই বাড়ি থেকে পশুটি বিক্রির আশা করছেন খামারি। ৩০ মণ ওজনের এই ষাঁড়ের দাম চাওয়া হয়েছে ১৫ লাখ টাকা।

জেলা প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য বলছে, এ বছর জেলায় ৯ হাজার ৯৩০টি খামারে ষাঁড়, বলদ, গাভী, ভেড়া, মহিষ ও ছাগলসহ মোট ১ লাখ ৮ হাজার ৫টি পশু স্বাস্থ্যসম্মতভাবে কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারিরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply