এজবাস্টন টেস্টে পান্ত-জাদেজার ব্যাটে ভর দিয়ে চালকের আসনে সফরকারী ভারত

|

ছবি: সংগৃহীত


২৯৪ দিন পর গড়ানো সিরিজের ৫্ম টেস্টের প্রথম দিনটি ছিলো বৃষ্টি বিঘ্নিত। যেখানে টস হেরে ব্যাট করতে নেমে রিশব পন্তের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৩৮ রানে দিন শেষ করে ভারত।

এ টেস্টের প্রথম দিনের শুরুটা ভাল হয়নি ভারতের। দুই ওপেনার গিল ও পুজারা, জিমি অ্যান্ডারসনের শিকার হলে ৪৬ রানেই দুই উইকেট হারায় সফরকারী ভারত। এরপর ম্যাথিউ পটস হানুমা বিহারি ও ভিরাট কোহলিকে সাজঘরে ফেরালে চাপে পড়ে সফরকারীরা।

এরপর, শ্রেয়াস আইয়ার অ্যান্ডারসনের ৩য় শিকারে পরিণত হলে ৯৮ রানের মধ্যেই ৫ উইকেট হারায় ভারত। তবে রবীন্দ্র জাদেজার সাথে ২২২ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন রিশভ পান্ত। ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে নেন ৮৯ বল খেলে। শেষ পর্যন্ত মারমুখী পন্ত থামেন ১১১ বলে ১৪৬ রানের ইনিংস খেলে। অপর প্রান্তে ৮৩ রান করে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply