পানি কমতে থাকায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন

|

বিবিসির ছবি।

আরও উন্নতি হয়েছে সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশের বন্যা পরিস্থিতির। সেইসাথে বাড়ছে পানিবাহিত রোগবালাই। পানি কমতে থাকায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন।

পানি কমায় সিলেটের জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে অনেক বানভাসি ঘরে ফিরেছেন। কিন্তু সেখানে থাকার উপায় নেই। নতুন চ্যালেঞ্জ ঘর মেরামত। সাথে খাবারের জন্য হাহাকার। অনেকে এখনও আছেন আশ্রয়কেন্দ্রে।

একই চিত্র সুনামগঞ্জে। তিস্তা-ধরলার পানি কমায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। বানভাসিরা লেগেছেন ঘর মেরামতে। তবে কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply