রাজকীয় ভঙ্গিতে দিবালাকে বরণ করলো রোমা

|

ছবি: সংগৃহীত

পাউলো দিবালার চোখে দেখা গেলো অশ্রু। য়্যুভেন্টাস থেকে রোমায় এসে এই আর্জেন্টাইন স্ট্রাইকার দেখলেন, তাকে রাজকীয় ভঙ্গিতে বরণ করে নেয়ার জন্য উপস্থিত প্রায় ১০ হাজার গিয়াল্লোরোসসি সমর্থক। তাদের উদ্দেশে দিবালা বললেন, হ্যাল্লো রোমা! সবকিছুর জন্য ধন্যবাদ।

পালাজ্জো দেল্লা সিভিলিতা সেজেছিল যেন ‘রোমান প্রিন্স’কে স্বাগত জানাতে। য়্যুভেন্টাস থেকে সপ্তাহখানেক আগেই তিন বছরের চুক্তিতে ইতালির রাজধানীর এই ক্লাবে আসেন পাউলো দিবালা। সমর্থকদের ভালোবাসায় আপ্লুত দিবালা বলেন, আগেই বলেছিলাম, সমর্থকদের সাথে দেখা করতে তর সইছে না। রোমার বিরুদ্ধে বেশ কয়েকবারই খেলেছি, এবং এর কোনোটাই সহজ ছিল না। আর আজ এখানে খেলার ও থাকার সুযোগ পেলাম।

দিবালা আরও বলেন, এস্তাদিও অলিম্পিকোতে খেলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। এই শহরে এই জার্সি গায়ে জড়ানো সত্যিই দারুণ। আর এখানে উপস্থিত দুর্দান্ত সমর্থকদের অনেক অনেক দারুণ মুহূর্ত উপহার দেয়ার জন্য নিজেকে দ্রুত মানিয়ে নেয়ার কোনো বিকল্প নেই। কারণ, এই উদযাপনের পর কেবল একটি কাজই করার থাকে, আরও উদযাপনের উপলক্ষ তৈরি করা।

আরও পড়ুন: ম্যানইউতে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply