জ্বালানির মূল্যবৃদ্ধি: পাম্পগুলোতে কমেছে তেল বিক্রি

|

শুক্রবার মধ্যরাতেই বেড়েছে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম। দিবাগত রাত ১২টা থেকে যা কার্যকর হয়। নতুন মূল্যে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়ে যাওয়া জ্বলানির দামের প্রভাবে শনিবার (৬ আগস্ট) পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি কিছুটা কমেছে। অনেকেই তেল না কিনে নিজের বাহন ছেড়ে বিকল্প উপায় খুঁজছেন।

কেউ কেউ খরচের লাগাম টানতে নিচ্ছেন কম তেল। যাদের একেবারে উপায় নেই তারাও বর্ধিত দামেই জ্বালানি কিনছেন। তবে এই দামে তেল কিনতে জীবনের নানা প্রয়োজনে কাটছাঁট করতে হচ্ছে আমজনতার।

সাধারণ মানুষ বলছেন, যে অজুহাতে তেলের দাম বৃদ্ধি করা হলো তা বিশ্বাসযোগ্য না। বিশ্ববাজারে তেলের দাম যখন নিম্নমুখী তখন দেশে দাম বৃদ্ধির অন্য কারণ দেখছেন মানুষ। বিশেষ করে পেট্রোল এবং অকটেনের দাম বৃদ্ধি একেবারে যুক্তিহীন বলে দাবি তাদের। কেননা, এই দুই প্রকার জ্বলানি আমদানি করতে হয় না। বিপিসি যে লোকসানের কথা বলছে তা এক সময় লাভ করা টাকা দিয়ে সমন্বয় করা যেতো কিনা; সেই প্রশ্নও যান চালকদের।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply