ইউক্রেনকে আরও ১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনকে আরও ১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এ তথ্য নিশ্চিত করেছে পেন্টাগন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতেই এ প্রতিশ্রুতি ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১৮ দফা সামরিক সহায়তা দেয়া হলো। যার মধ্যে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট সিস্টেম- হাইমার্স, মর্টার, জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলসহ বিপুল বিস্ফোরক এবং সমরাস্ত্র।

এদিকে, আলাদাভাবে ইউক্রেনীয় সরকারকে সাড়ে চার বিলিয়ন ডলারের বাজেট দিচ্ছে বিশ্বব্যাংক। মার্কিন সরকার অর্থায়নেই এ সহায়তা- এমনটা জানিয়েছে সংস্থাটি। এর আগে ইউক্রেনকে সহায়তার লক্ষ্যে ৪০ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ বরাদ্দ দেয় মার্কিন কংগ্রেস। তারই অংশ হিসেবে দফায়-দফায় দেয়া হচ্ছে সহায়তা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply