বিহারে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা, শপথগ্রহণ আজ

|

ভারতের বিহার রাজ্যে ৩১ সদস্য নিয়ে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার (১৬ আগস্ট) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা নাগাদ রাজভবনে তারা শপথ গ্রহণ করবেন।

দলীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, জোট সরকারের বৃহত্তম শরিক হিসেবে সবচেয়ে বেশি দফতর পেতে যাচ্ছে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল, আরজেডি। দলটির কমপক্ষে ১৬ জন বিধায়ক জায়গা পাচ্ছেন মন্ত্রিপরিষদে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারসহ জনতা দল ইউনাইটেড, জেডিইউর ১১ সদস্যও থাকছেন মন্ত্রীসভায়। মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন কংগ্রেসের দুজন বিধায়ক এবং হিন্দুস্তান আওয়াম মোর্চার এক রাজনীতিক। সূত্র বলছে, একজন স্বতন্ত্র বিধায়কও জায়গা পেতে যাচ্ছেন মন্ত্রীসভা।

গেলো ১০ আগস্ট মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বী যাদব শপথ নেন। বিজেপির সাথে সম্পর্কের অবনতির পর নতুনভাবে বিহারে গঠিত হলো জোট সরকার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply