কানাডায় প্রশংসিত ‘শনিবার বিকেল’

|

টরন্টোতে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া’য় 'শনিবার বিকেল' এর প্রদর্শনীতে প্রশ্নোত্তর পর্বে দর্শকদের মুখোমুখী মোস্তফা সরয়ার ফারুকী।

কানাডার টরন্টোতে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া’য় প্রদর্শিত হয় মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। সিনেমাটি দেখে প্রশংসা করেন হলভর্তি দর্শক।

উৎসবে বেশির ভাগ দর্শক ছিলেন প্রবাসী বাঙালি। ফারুকীর ‘শনিবার বিকেল’ প্রদর্শনের পর বাংলাদেশের সেন্সর বোর্ড সিনেমাটির মুক্তি আটকে রাখায় এ সময় ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতা ফারুকী নিজেও।

এ সময়, সেন্সর বোর্ড নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ‘শনিবার বিকেল’ বাংলাদেশে প্রদর্শনের জন্য ছাড়পত্র দেয়া হোক- বলে দাবি করেন কানাডার প্রবাসীরা।

প্রসঙ্গত, গত তিন বছর ধরে দেশের সেন্সরের গ্যাঁড়াকলে আটকে আছে ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি। ‘চলচ্চিত্রটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে’–এমন আশঙ্কায় এটির মুক্তি আটকে দেয় সেন্সর বোর্ড।

/এসএইচ  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply