নিজের সেঞ্চুরির আগেই শততম নাতি-নাতনির মুখ দেখলেন মার্গারিট

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাসিন্দা মার্গারিট কোলারের বয়স প্রায় ১০০ ছুঁই ছুঁই। তবে শতবর্ষ হওয়ার আগেই তিনি ১০০ নাতি-নাতনির মুখ দেখেছেন।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, মার্গারিটের বাড়ি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়। ১১ সন্তানের এই জননীর সংসারে রয়েছে ৫৬ জন নাতি-নাতনি, আবার তাদের মোট সন্তানের সংখ্যা ৪৪।

৯৯ বছর বয়সী মার্গারিট কোলার মাত্র কয়েক মাসের মধ্যে তার ১০০ তম জন্মদিন উদযাপন করবেন। এরই মধ্যে গত ৩ আগস্ট তার নাতির ঘরে এক সন্তানের জন্ম হয়। সর্বশেষ জন্ম নেয়া শিশুটিকে নিয়ে মার্গারিটের নাতিপুতির মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০০।

বয়স শতবর্ষ ছোঁয়ার আগেই শততম নাতিপুতির মুখ দেখতে পেরে খুশি হয়ে মার্গারিট বলেন, কয়েক মাস পর আমার বয়স ১০০ বছর হবে। এর আগেই আমার ১০০ জন নাতিপুতির মুখ দেখার সৌভাগ্য হয়েছে। এটা অনেক বড় একটি বিষয়।

তবে এই মার্গারিটই তরুণ বয়সে ধর্ম-কর্ম পালনে নিজেকে ব্যস্ত রাখার জন্যে গির্জার নান হতে চেয়েছিলেন। তবে ভাগ্যের ফেরে ১৯৪০ সালে উইলিয়ামকে বিয়ে করে সংসারি হতে হয়েছে তাকে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply