হারিকেন ফিওনার তাণ্ডবে লণ্ডভণ্ড পুয়ের্তো রিকো, অন্ধকারে ৩৩ লাখ মানুষ

|

শক্তিশালী হারিকেন ফিওনার তাণ্ডবে লণ্ডভণ্ড পুয়ের্তো রিকোর উপকূলীয় এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটি। খবর এপির।

অন্ধকারে ৩৩ লাখ মানুষ। স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আঘাত হানে ক্যাটাগরি ওয়ান হারিকেনটি। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় একশ’ মাইল। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অনেক এলাকায়। ব্যাপক ভূমিধস হয়েছে পাহাড়ি অঞ্চলে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জরুরি অবস্থা জারি হয়েছে কয়েকটি এলাকায়। স্রোতের তীব্রতায় ভেসে গেছে একাধিক সেতু।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৭৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে অঞ্চলটিতে। পুয়ের্তো রিকোয় তাণ্ডবের পর ডমিনিকান রিপাবলিকের দিকে অগ্রসর হয়েছে ফিওনা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply