লঙ্কান ক্রিকেটের ‘ডিরেক্টর’ পদ ছাড়লেন টম মুডি

|

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পারষ্পরিক সম্মতির ভিত্তিতে সাবেক অজি অলরাউন্ডার টম মুডির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

দীর্ঘদিন শ্রীলঙ্কান ক্রিকেটের ডিরেক্টর অব ক্রিকেট পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, টম মুডির সঙ্গে আলোচনা করে দুই পক্ষের সম্মতিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, আর্থিক সঙ্কটের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লঙ্কান ক্রিকেটে লম্বা সময় কাটানো সাবেক এই অজি অলরাউন্ডার বলেন, শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে কাজ করা ছিল দারুণ সম্মানের ব্যাপার। টেকনিক্যাল পরামর্শক কমিটির হয়ে কাজ করার মাধ্যমে এই সময়ে দলের সাথে আমি যা কিছু অর্জন করেছি তার জন্য আমি গর্বিত।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply