লঙ্কান সেনাবাহিনীতে এশিয়া কাপ জেতা থিকসানার পদোন্নতি

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের শিরোপা জেতার পর সেনাবাহিনীতে পদোন্নতি পেয়েছেন শ্রীলঙ্কান রহস্য স্পিনার মাহেশ থিকসানা। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে অনন্য সাফল্যের কারণে থিকসানাকে ৫ লাখ রুপি পুরস্কার দেওয়া হয়। এশিয়া কাপে ৬ ম্যাচ খেলে ৬ উইকেট নেয়া থিকসানাকে র‍্যাঙ্কিং বাড়িয়ে সার্জেন্টের ব্যাজ পরিয়ে দেয়া হয়।

এশিয়া কাপের এবারের আসরে ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা। ২০১৪ সালের পর প্রথমবার এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে তারা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নাস্তানাবুদ হওয়ার পর পুরো টুর্নামেন্টে আর হারেনি লঙ্কানরা। এর অন্যতম সারথি ছিলেন থিকসানা।

ছবি: সংগৃহীত

আরও পড়ুন: সাকিবের বেতন ৮ লাখ, সানজিদাদের ১২ হাজার; কবে ঘুচবে এই বেতন বৈষম্য?

মহেশ থিকসানার এটিই প্রথম এশিয়া কাপ। আসরে ৬ ম্যাচ খেলে ৬ উইকেট নেন তিনি। রান দেয়ায়ও বেশ কিপটে ছিলেন রহস্য এই স্পিনার। মূলত ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দেয়ার জন্য দলে বেশ গুরুত্বপূর্ণ ছিলেন থিকসানা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply