মুদ্রাস্ফীতি থেকে গরিবদের বাঁচাতে ধনীদের ওপর করারোপ করছে স্পেন

|

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এবার ধনীদের ওপর করারোপ করছে স্পেন। গত চার দশকের ভেতর সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেশটিতে। তবে কত হারে ট্যাক্স নির্ধারণ করবে সরকার তা জানানো হয়নি। খবর সিসিটিভি প্লাসের।

বর্তমান বামপন্থী সরকার তীব্র মুদ্রাস্ফীতির হাত থেকে মধ্যবিত্ত ও গরিবদের বাঁচাতে এই অভিনব পরিকল্পনা নিয়েছে। গেলো আগস্টে স্পেনে মুদ্রাস্ফীতি বেড়ে ১০ দশমিক ৪ শতাংশ হয়ে গেছে। বিনামূল্যে গণপরিবহন, শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি এবং জ্বালানীতে ভর্তুকি দিয়ে জনগণকে বাঁচাতে চেষ্টা করছে দেশটির সরকার।

গেলো জুলাই মাসে আনা বিলে ব্যাংক ও বড় বড় বিদ্যুৎ সংস্থার উপর বসানো হয়েছে আলাদা কর। তবে ধনীদের উপর এই করারোপের পরিকল্পনায় অনুমোদন নিতে হবে পার্লামেন্টের। ফলে ২০২৩ এর আগে এই পরিকল্পনা কার্যকর করতে পারছেনা সরকার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply