সাম্পাওলির অপসারণ চান মেসি-আগুয়েরোরা?

|

ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত আর্জেন্টিনা। বিধ্বস্ত আর্জেন্টিনা শিবির। সবাই দোষ দিচ্ছেন কোচের হঠকারি সিদ্ধান্ত আর আজগুবি কৌশলের। শেষ পর্যন্ত খেলোয়াড়রাও নাকি একাট্টা হয়েছেন হোর্হে সাম্পাওলির বিরুদ্ধে।

আর্জেন্টাইন গণমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে খবর দিয়েছে, ম্যাচের পর খেলোয়াড়রা নাকি সবাই জড়ো হয়ে বৈঠক করেছে এবং সেখান সিদ্ধান্ত হয়েছে তারা হোর্হে সাম্পাওলিকে হেড কোচ হিসেবে চান না। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তাকে অপসারন করা হোক।

সেবাস টেম্পোনে নামের আমেরিকা টিভির সাংবাদিকের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে করার টুইটের বরাত দিয়ে খবরটি দিয়েছে গণমাধ্যমটি। একই সাথে মুন্ডো আলবিসেলেস্তে এও বলছে, হোর্হে বুরুচাগাকে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে সাম্পাওলির জায়গা নেবার জন্য অনুরোধ করা হয়েছে। এল বুরু নামে পরিচিত বুরুচাগা ১৯৮৬ সালের বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন।

তবে এই বিষয়ে খেলোয়াড় বা আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোন বক্তব্য পাওয়া যায়নি।





Leave a reply