উপনির্বাচন, জেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগ জাতীয় পার্টির

|

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি।

ইভিএমে আপত্তির পরও গাইবান্ধা উপনির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। তবে, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলে তাতে জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা পরে সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ ৩ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মুজিবুল হক চুন্নু। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচনে ইসির নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ করেন তিনি।

ইসিকে দলটি জানায়, জেলা পরিষদ নির্বাচনে হুইপ ও সংসদ সদস্যরা নির্বাচনী এলাকায় দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যা আচরণবিধির পুরোপুরি লঙ্ঘন বলে অভিযোগ জাপার। এসব বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার সকালে মহাসচিবসহ জাতীয় পার্টির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করেন সিইসির সাথে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply