বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার দায়িত্ব দেয়া হয়েছিল এক কিশোরকে। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। ভারতের মোহালিতে পাঞ্জাব পুলিশের সদর দফতরে গ্রেনেড হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে এক কিশোরসহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরই একজন ওই কিশোর।
জানা গেছে, সে ছাড়াও আরশদীপ সিং নামে অপর একজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশের মতে, লরেন্স বিষ্ণোই এবং জগ্গু ভগবানপুরিয়া সিন্ডিকেট দীপক সুরকপুর এবং মনু ডাগারের মাধ্যমে অভিনেতা সালমান খানকে হত্যার দায়িত্ব দিয়েছিল ওই কিশোরকে।
জিজ্ঞাসাবাদে কিশোরটি পুলিশের কাছে স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই তাকে, সুরখপুর এবং ডাগরকে সালমান খানকে হত্যার দায়িত্ব দিয়েছিলেন।
/এসএইচ
Leave a reply