দীর্ঘ ১৭ বছর পর একত্রিত হয়ে আবারও বিচ্ছেদের পথে হাঁটছেন হলিউড তারকা জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। ১৭ বছর আগে বিচ্ছেদের পর গতবছর আবারও বিয়ে করেন জেনিফার ও বেন। এদিকে, সম্প্রতি হলিউড পাড়ায় গুঞ্জন, আবারও বিচ্ছেদ হচ্ছে আলোচিত এ দম্পতির। তাদের দাম্পত্যকলহ নাকি চরমে উঠেছে।
শোনা যাচ্ছে, জেনিফার এখন বেনকে নির্দেশ দিচ্ছেন- কী পরবেন আর কী পরা যাবে না। বেনের ধূমপানের অভ্যাসও একেবারেই পছন্দ করছেন না জেনিফার। বেনের অগোছালো হয়ে থাকা নিয়েও সমস্যা আছে তার।
এদিকে বেনও বুঝতে পেরেছেন, জেনিফার এখনও ঠিক আগের মতোই কাজপাগল। আর কোনো দিকে বিশেষ খেয়াল নেই তার। যে কারণে ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়েছিল। যদিও বিষয়টি তাদের দুজনের কেউ এখনও প্রকাশ্যে স্বীকার করেননি।
/এসএইচ
Leave a reply