‘রাখাইনে মানবতাবিরোধী অপরাধের আলামত মিলেছে’

|

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের আলামত পেয়েছে, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। অবিলম্বে, জাতিসংঘকে দেশটির ওপর অবরোধ আরোপের আহ্বান জানিয়েছে তারা।

সংগঠনটির লিগ্যাল এন্ড পলিসি ডিরেক্টর জেমস রস জানান, মিয়ানমার সেনাবাহিনীর বিরূদ্ধে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর হামলা, ধর্ষন, হত্যা ও জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করার প্রমাণ পেয়েছে তারা। এমন মানবতাবিরোধী অপরাধ রুখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সংশ্লিষ্ট দেশগুলোকে অবিলম্বে মিয়ানমারের ওপর সুনির্দিষ্ট অবরোধ ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ। একই সাথে রাখাইনে নিপীড়িত মানুষের কাছে সহায়তা পৌঁছানো এবং জাতিসংঘের তদন্ত অবাধভাবে সম্পন্ন করার জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান। আর যারা এই জঘন্য অপরাধের নেপথ্যে আছে, তাদের আন্তর্জাতিক অপরাধ আদলতের মুখোমুখি করারও দাবি জানিয়েছে এইচআরডব্লিউ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply