এডিস মশা নিধনে সপ্তাহব্যাপী অভিযান শুরু ডিএনসিসির

|

এডিস মশা নিধনে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে এই অভিযান পরিচালিত হবে।

বুধবার (১৯ অক্টোবর) সকাল দশটার পর মগবাজারে এই অভিযান চালানো হয়। কার্যক্রম উদ্বোধন করেন উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। এ সময় তিনি বলেন, ডেঙ্গু নগর কেন্দ্রীক সমস্যা হলেও এখন সারাদেশে ছড়িয়ে পড়ছে। প্রত্যেককে নিজ নিজ বাড়ি পরিষ্কার করার আহ্বান জানান তিনি।

একইসাথে নগরবাসীর সহযোগিতা চান সেলিম রেজা। বাসা বাড়িতে এডিস মশার লার্ভা মেলায় জরিমানা মামলা হচ্ছে বলেও জানান তিনি। পরে নির্মানাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় নগদ অর্থ জরিমানা করে মোবাইল কোর্ট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply