শাহিন আফ্রিদির ইয়র্কারে হাসপাতালে গুরবাজ (ভিডিও)

|

ছবি: সংগৃহীত

আবারও শাহিন শাহ আফ্রিদির আগুনে বোলিংয়ের ঝলক দেখলো ক্রিকেটবিশ্ব। ফর্মে থাকা আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে দুর্দান্ত ইয়র্কারে প্রথম বলেই এলবির ফাঁদে ফেলেন এ পেসার। আফ্রিদির করা ইনসুইং ইয়র্কারে এ ওপেনারের বাঁ পায়ে সরাসরি আঘাত হানে, মাঠেই ব্যথায় কাতরাতে থাকেন গুরবাজ। পরে সতীর্থর কাঁধে চড়ে মাঠ ছাড়েন গুরবাজ।

বুধবার (১৯ অক্টোবর) ব্রিসবেনে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সম্মুখসমরে নামে পাকিস্তান ও আফগানিস্তান। টস জিতে আফগানিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠান পাক দলনায়ক বাবর আজম। ম্যাচে আফগানিস্তানের হয়ে ওপেন করতে নামেন হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। পাকিস্তানের হয়ে বোলিং শুরু করেন শাহিন শাহ আফ্রিদি।

প্রথম ওভারের পঞ্চম বলে দুর্দান্ত ইয়র্কারে রহমানউল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আফ্রিদি। আফ্রিদির করা ইনসুইং ইয়র্কারে এ ওপেনারের বাঁ পায়ে সরাসরি আঘাত হানে। তারপরই আঙুল তুলে দেন আম্পায়ার। কিছু সময়ের জন্য খেলাও বন্ধ রাখা হয়। মাঠে আফগান ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত গুরবাজকে অন্য এক ক্রিকেটারের কাঁধে ভর করে মাঠ ছাড়তে দেখা গেছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ চলার সময়ই গুরবাজের বাঁ পা স্ক্যান করাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ওপেনারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না আফগানিস্তান। তিনি ছিটকে গেলে তা আফগানদের কাছে বড় ধাক্কা হতে চলেছে। চোট পাওয়ার পর ফিল্ডিং করতে নামতে পারেননি গুরবাজ। ম্যাচের শেষে শাহিন আফ্রিদি ও পাক দলনায়ক বাবর আজম রহমানউল্লাহর সঙ্গে দেখা করেন।

এদিকে, ম্যাচে গুরবাজের পর আফগানিস্তানের আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের উইকেটও তুলে নেন আফ্রিদি। অবশ্য শেষ পর্যন্ত ম্যাচটির কোনো ফল হয়নি। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২.২ ওভার ব্যাটিং করে ১৯ রান স্কোরবোর্ডে জমা করার পর বৃষ্টি আঘাত হানে। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

https://twitter.com/KuchNahiUkhada/status/1582619781186084865?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1582619781186084865%7Ctwgr%5E5f9e95b17d172fa606d0877749ab5d0ab6637554%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.jugantor.com%2Fsports%2F607134%2FE0A686E0A6ABE0A78DE0A6B0E0A6BFE0A6A6E0A6BFE0A6B0-E0A687E0A79FE0A6B0E0A78DE0A695E0A6BEE0A6B0E0A787-E0A6B9E0A6BEE0A6B8E0A6AAE0A6BEE0A6A4E0A6BEE0A6B2E0A787-E0A697E0A781E0A6B0E0A6ACE0A6BEE0A69C

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply