বসানো হয়েছে ৫ম স্প্যান, দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৭৫০ মিটার

|

শরীয়তপুর প্রতিনিধি

জাজিরা পয়েন্টে ৪১ ও ৪২ নম্বর পিলারে বসানো হয়েছে পদ্মা সেতুর পঞ্চম স্প্যান । এর মাধ্যমে সেতুর ৭৫০ মিটার দৃশ্যমান হলো।

এর আগে ৪র্থ স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় ৬শ’ মিটার। ভাসমান ক্রেনের সাহায্যে সাড়ে ৩ হাজার টন ওজনের স্প্যানটি আনা হয়। ৫ম স্প্যান বসানোর পর জাজিরা সংযোগ সড়কের সাথে যুক্ত হলো মূল সেতু। মোট ৪১টি স্প্যান জোড়া দিয়েই তৈরি হবে স্বপ্নের পদ্মা সেতু।

চীন থেকে মাওয়া প্রান্তের কনস্ট্রাকশন ইয়ার্ডে আনা হয়েছে ১০টি স্প্যান। ভাসমান ক্রেনে পদ্মা সেতুর এ অংশে নির্মাণ কাজ শেষ হবার কথা চলতি বছরের শেষ নাগাদ।

এদিকে সকালে পদ্ম সেতু নির্মাণের অগ্রগতি পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, কোন বিঘ্ন না ঘটলে খুব শিগগিরই শেষ হবে সেতুর কাজ।

 

 

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান, এরপর চলতি বছরের ২৮ জানুয়ারিতে ৩৮ ও ৪৯ নম্বর পিলারে ২য় স্প্যান, ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিলারে ৩য় স্প্যান এবং ১৩ মে ৪০ ও ৪১ নম্বর পিলারে ৪র্থ স্প্যান বসানো হয়।

প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং ওজন ৩ হাজার টন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল বিশিষ্ট কংক্রিটের এই সেতুর ৪২ টি খুঁটির ওপর এমন ৪১ টি স্প্যান বসানো হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply