প্রাইভেটকার মুক্ত শহর গড়ার দাবিতে রাস্তায় ফুটবল টুর্নামেন্ট

|

প্রাইভেটকার মুক্ত শহর গড়ার দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী ফুটবল টুর্নামেন্ট।

রাজধানীর মানিক মিয়া এভিনিউ সড়কের উপর ডব্লিউবিবি ট্রাস্ট এই আয়োজন করে। ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর মধ্যে যারা প্রাইভেট কারমুক্ত করতে সফল হয়েছে, সেসব দেশের নাম অনুসারে খেলা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, রাজধানীতে যানজট কমাতে ব্যক্তিগত গাড়িমুক্ত করার বিকল্প নেই। এজন্য গণপরিবহনের উন্নয়ন, সাইকেলের জন্য আলাদা লেন ও হাটার জন্য ভাল ফুটপাতের তাগিদ দেন। গাড়ির জন্য নয়, মানুষের জন্য শহর গড়ার উপর জোর দেয়ার দাবি জানান বক্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply