ট্রাম্পের টুইটার ফিরিয়ে দিতে ইলন মাস্কের জরিপ

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার ব্যাপারে জরিপ শুরু করেছেন ইলন মাস্ক। শুক্রবার (১৮ নভেম্বর) শুরু হওয়া জরিপে ফলোয়ারদের কাছে মতামত চেয়েছেন বিশ্বের এই শীর্ষ ধনী। এতে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ ট্রাম্পের পক্ষে মতামত দিয়েছেন। খবর সিএনবিসি’র।

ইলন মাস্ক বলেন, ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। জরিপে দেখবো ব্যবহারকারীরা তার অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে সম্মতি দেন কিনা। পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে মার্কিন কংগ্রেসে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয় টুইটারের সাবেক কর্তৃপক্ষ। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল আট কোটি ৮০ লাখ।

তবে গত কয়েক বছর ধরেই নানাবিধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। ইলন মাস্ক মালিক হওয়ার পর সে সংকট আরও প্রকট হয়েছে। সম্প্রতি টুইটারে চলমান অস্থিরতা দেখে অনেকেই ভাবছেন, হয়তো খুব শিগগির পুরোপুরি বন্ধ হতে চলেছে পৃথিবীর শীর্ষ ধনীর মালিকানায় থাকা এ প্রতিষ্ঠানটি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply