উত্তর কোরিয়ার লক্ষ্য সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়া: কিম জং উন

|

উত্তর কোরিয়ার লক্ষ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়া বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। খবর রয়টার্সের।

রোববার (২৭ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়। এদিন কিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক উৎক্ষেপণের সাথে জড়িত কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে পদোন্নতি দেন।

এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্র ও জনগণের মর্যাদা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য পারমাণবিক বাহিনী গড়ে তোলা হচ্ছে। এর চূড়ান্ত লক্ষ্য হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তির অধিকারী হওয়া।

এর আগে শুক্রবার কিম দেশের নতুন Hwasong-17 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পরিদর্শন করেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply