হাসপাতালে ভর্তি রিকি পন্টিং

|

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং হাসপাতালে ভর্তি। শুক্রবার (২ ডিসেম্বর) অপ্টাস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ধারাভাষ্যের দায়িত্ব পালন করার সময় তিনি অসুস্থতাবোধ করেন।

জানা গেছে, পন্টিং হৃদরোগে ভুগছেন। কিন্তু তার অবস্থা সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ কোনো তথ্য জানানো হয়নি।

৪৭ বছর বয়সী এই কিংবদন্তি অসুস্থতাবোধ করায় ধারাভাষ্য বক্স থেকে বেরিয়ে আসেন। পরে তার সতীর্থ এবং সাবেক অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাংগার তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। পরে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়।

শেন ওয়ার্নের সাম্প্রতিক মৃত্যুর পর প্রাক্তন খেলোয়াড়েরা সব নিজেদের স্বাস্থ্য সম্পর্কে বাড়তি সচেতনতা অবলম্বন করছেন।

পন্টিং অস্ট্রেলিয়ার হয়ে ১৬৮টি টেস্ট এবং ৩৭৫টি ওয়ানডে খেলেছেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply