পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ৩ ফিলিস্তিনি

|

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনের ফ্ল্যাশপয়েন্ট শহরে ইহুদি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোরে জেনিনে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

ইসরায়েলি সেনাবাহিনী যদিও তাদের এ অভিযানের বিষয়ে তাৎক্ষনিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ফিলিস্তিনি যোদ্ধারা জানায়, বৃহস্পতিবার ভোরে ইহুদি দখলদারদের সাথে তাদের চরম সংঘর্ষ শুরু হয়। এতে তাদের তিন সহযোদ্ধা নিহত হয়।

এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ১২ বছরের শিশুসহ প্রবীণ ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহ রয়েছেন।

১৯৬৭ সালে ছয় দিনব্যাপী যুদ্ধের পর পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply