ইন্দোনেশিয়ায় কয়লার খনিতে বিস্ফোরণ, প্রাণহানি ১০

|

ইন্দোনেশিয়ায় কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ শ্রমিক। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও চার জনকে। শুক্রবার (৯ ডিসেম্বর) পশ্চিম সুমাত্রা প্রদেশে ঘটে এ দুর্ঘটনা। খবর এপির।

স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। কর্তৃপক্ষ জানায়, খনির গভীরে বিপুল পরিমাণ মিথেন গ্যাসের উপস্থিতির কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার পর পানি উঠে যায় খনিতে। তলিয়ে যায় শ্রমিকরা। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। কিন্তু পানির উচ্চতা ও গ্যাসের কারণে বাধাগ্রস্ত হয় উদ্ধারকাজ। পরে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সম্পন্ন হয় অভিযান।

অবৈধ খননের জেরে প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে ইন্দোনেশিয়ায়। গত এপ্রিল মাসে এক দুর্ঘটনায় প্রাণ হারান কমপক্ষে ১৮ জন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply