ফের ইউক্রেন যুদ্ধে রুশ নেতৃত্বে বদল

|

আবারও ইউক্রেন যুদ্ধে নেতৃত্ব পর্যায়ে পরিবর্তন এনেছে রাশিয়া। এই যুদ্ধে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমোভকে। এরই জেরে নিয়োগের মাত্র তিন মাসের মাথায় সরিয়ে দেয়া হলো জেনারেল সের্গেই সুরোভিকিনকে। তার নেতৃত্বেই টানা হামলা চালানো হয় ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে এবং তার সময়েই খেরসন থেকে সরে যায় রুশ সেনারা। খবর নিউইয়র্ক টাইমসের।

সম্প্রতি ফ্রন্টলাইনে বড় ধরনের প্রাণহানি হয় রুশ সেনাদের। ক্ষয়ক্ষতির শিকার হয় বেশ কয়েকটি সামরিক ঘাঁটি। পূর্বাঞ্চলে ক্রেমলিনের শক্তিমত্তা বৃদ্ধির ঘোষণার কয়েকদিন পরই এলো কমান্ডার পরিবর্তনের এ সিদ্ধান্ত। বিশ্লেষকরা মনে করছেন, সুরোভিকিন অধিক ক্ষমতার ব্যবহার করতেন। অনেক সময় সেনাপ্রধান গেরাসিমভকে এড়িয়ে পুতিনের সাথে যোগাযোগ করতেন তিনি।

এর আগে ২০১২ সাল থেকে রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন ভ্যালেরি। সোভিয়েত আমলের পর সবচেয়ে দীর্ঘসময় এই পদে থাকা ব্যক্তি তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply