কুয়েত-মৈত্রী হল প্রভোস্টের পদত্যাগ দাবি, কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

|

হল প্রভোস্টের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের আবাসিক ছাত্রীরা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান তারা। ক্যান্টিনের খাবারের নিম্নমান ও উচ্চ দাম, হলে আগুন লাগার ঘটনায় প্রভোস্টের উদাসীনতাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ছাত্রীরা। জানান, তৃতীয় বর্ষে উঠেও অনেকেই সিট পাননি। অথচ, জুনিয়ররা সিট পাচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াসহ বেশ কয়েকজন শিক্ষক প্রতিনিধি। কর্তৃপক্ষের আশ্বাসে অবস্থান কর্মসূচি থেকে সরে যান কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply