রাশিয়াকে আরও সহায়তায় প্রস্তুত বেলারুশ

|

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

ইউক্রেন যুদ্ধে ঘনিষ্ঠ মিত্র রাশিয়াকে আরও সহায়তায় প্রস্তুত বেলারুশ- এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। যদিও তার দাবি, চলমান সংঘাতে রাশিয়ার কারও সহায়তার প্রয়োজন নেই। খবর ডয়চে ভেলের।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) জিম্বাবুয়ে সফরকালে ‘রাশিয়াকে সমর্থন দেয়ায় তার দেশ চাপে রয়েছে কিনা?’ এমন প্রশ্নের জবাবে এসব বলেন লুকাশেঙ্কো। তবে, কী ধরনের সহায়তা করতে চান তিনি সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ চলানোর জন্য রাশিয়াকে নিজ ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় বেলারুশ। গত মাসে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়াও চালায় তার দেশ। তবে, এখন পর্যন্ত বেলারুশের কোনো সৈন্য সরাসরি এ যুদ্ধে অংশ নেয়নি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply