টঙ্গীতে ভুয়া মেজর পরিচয়ে বিয়ে করতে গিয়ে আটক ৩

|

ভুয়া মেজরসহ আটক তিনজন।

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে মেজর পরিচয় ব্যবহার করে বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন রেজা নামের এক ভুয়া মেজর। তিনি পাবনা জেলার সুজানগর থানার হাটপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মাছিমপুরের নজু মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় ভুয়া পরিচয়পত্র ও হ্যান্ডকাফ তৈরির অভিযোগে টঙ্গীর মাছিমপুর এলাকার আজাদ রহমান রজবের ছেলে শাহরিয়ার আবির (২৫) এবং একই এলাকার মৃত মোসলেমের ছেলে সোহাগকে (৩০) গ্রেফতার করা হয়। রোববার (৫ ফেব্রুয়ারি) তাদের তিনজনকে কারাগারে প্রেরণ করা হয়।

টঙ্গী পূর্ব থানার এসআই ইয়াসিন আরাফাত জানান, মাছিমপুর এলাকায় মেজর পরিচয়ে বিয়ে করতে আসেন রেজা নামে এক ব্যক্তি। তাকে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে বিয়ে বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে মেজর পদমর্যাদার একটি ভুয়া পরিচয় পত্র, একটি হ্যান্ডকাফ ও একটি ওয়াকিটকি জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে নকল পরিচয়পত্র ও হ্যান্ডকাপ বানানোর কথা স্বীকার করে।

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে আটকের পর শনিবার মামলা দায়ের করা হয়। রোববার সকালে তাদের গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply