অমিতাভ বচ্চনের বাড়ির সামনে নারীর শ্লীলতাহানি, গ্রেফতার অটোচালক

|

এবার বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ির সামনেই ঘটে গেল এক অঘটন। তার নিবাস ‘প্রতীক্ষা’র সামনেই ঘটেছে এক নারীর শ্লীলতাহানি। খবর আনন্দবাজারের।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই এরইমধ্যে অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাত দশটার দিকে জুহু এলাকার ১০ নম্বর রোডের কাছে এক নারী দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই অটোচালক তার সামনে গিয়ে দাঁড়ান। অভিযুক্ত ওই নারীর সাথে অশোভন আচরণও করেন। কিন্তু ভূক্তভোগী চিৎকার করলে অটো নিয়ে পালিয়ে যায় সেই যুবক

এরপর জুহু থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। তদন্তে নামে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply