শেষ পর্যন্ত বন্ধ হতে চলেছে ক্রেডিট সুইস ব্যাংক

|

শেষ পর্যন্ত বন্ধ হতে চলেছে ক্রেডিট সুইস ব্যাংক। সুইজারল্যান্ডের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান ইউবিএস এজি গ্রুপ কিনে নিতে চায় ১৬৭ বছরের পুরোনো ব্যাংকটি। খবর সিএনএনের।

শনিবার (১৮ মার্চ) রাতে এ বিষয়ে আলোচনায় জরুরি বৈঠক ডাকে সুইস সরকার। ব্যাংকটি অধিগ্রহণে সরকারের কাছে ৬ বিলিয়ন ডলারের নিশ্চয়তা চেয়েছে ইউবিএস। সোমবার শেয়ার বাজার খোলার আগেই একটি চুক্তিতে পৌঁছাতে চান কর্মকর্তারা। তবে আলোচনার অগ্রগতি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম ব্যাংক আর্থিক প্রতিবেদনে বিভিন্ন দুর্বলতার চিত্র উঠে আসে। সম্প্রতি ব্যাপক পতন হয় শেয়ারে। কেন্দ্রীয় ব্যাংক থেকে জরুরি ভিত্তিতে ৫৪ বিলিয়ন ডলার সহায়তা দিলেও হয়নি সমাধান।

গেলো বুধবার ২৪ শতাংশের বেশি দরপতন হয় ব্যাংকটির শেয়ারে। এর আগের সপ্তাহেই বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের দু’টি বড় ব্যাংক সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply