মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই আগামী বাজেটের চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

|

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে ঘাটতি কমিয়ে আনাই হবে আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ। প্রবৃদ্ধি কম হলেও কর্মসংস্থান যাতে নিশ্চিত হয় সেই দিকেও নজর দেবে সরকার। বৈশ্বিক সংকটের কারণে উচ্চাভিলাষী বাজেট থেকে সরে আসা হবে বলে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বুধবার (২২ মার্চ) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে বাজেট নিয়ে আলোচনায় এমন তথ্য তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। বলেন, যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক বন্ধ হয়ে গেছে। এর নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়বে।

বৈশ্বিক সংকটের কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জ বেড়েছে বলে এ সময় উল্লেখ করেন শামসুল আলম। এতে বক্তারা বলেন, ডলার নিয়ন্ত্রণের কারণে আমদানি কমে গেছে। এতে স্থানীয় শিল্প সংকটে পড়েছে। সক্ষমতার ৩০ থেকে ৪০ ভাগই কাজে লাগানো যাচ্ছে না। এতে কমে যাচ্ছে কর্মসংস্থান। ব্যবসা সংকুচিত হবার ফলে কমে যাবে রাজস্ব আয়। ব্যবসা টিকিয়ে রাখতে হলে রাজস্ব খাতে ছাড় দিতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply