সাংবাদিকদের ওপর নির্মম হামলা, আহত অন্তত ৫

|

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় দুর্বৃত্তদের হামলায় অন্তত ৫ সাংবাদিক ও ফটোগ্রাফার গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুরে ধানমণ্ডির সায়েন্স ল্যাব মোড়ে লাঠিসোঁটা হাতে একদল যুবক প্রথম আলোর প্রতিবেদক আহমেদ দীপ্তকে মারধর করে। কাছাকাছি স্থানে বেধড়ক মারধরের শিকার হন এপি’র সংবাদকর্মী এম এ আহাদ। এছাড়া দৈনিক বনিক বার্তার পলাশ শিকদার, দৈনিক জনকণ্ঠের জাওয়াদ, মর্নিং আবু সুফিয়ান জুয়েল মারধরের শিকার হন। একই কায়দায় বেশ ক’জন ফ্রি-ল্যান্স ফটোগ্রাফারের ওপরও হামলা করা হয়েছে।

মাথায় হেলমেট, হাতে লাঠিসোঁটা, রড ও দেশীয় অস্ত্র বহন করা যুবকের দল মাঠে নামা শিক্ষার্থীদের মারধর করেন। তথ্য সংগ্রহ করার সময় অন্তত পাঁচজন সাংবাদিক তাদের মারধরের শিকার হন। বিশেষ করে কারো হাতে ক্যামেরা দেখলেই তারা উত্তেজিত হয়ে উঠছিলেন। এর আগে, বিভিন্ন সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের কিছু অংশও সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও ছবি নেয়ার কাজে বাধা দেন।

আহত সাংবাদিকদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply