সহপাঠীদের কাছে রুটি বিক্রি করে আইফোন-১৪ কিনলো দুবাইয়ের স্কুলছাত্রী

|

বন্ধুদের কাছে বাড়িতে বানানো রুটি বিক্রি করে আইফোন ১৪ কিনেছে সংযুক্ত আরব আমিরাতের এক স্কুলছাত্রী। মেয়েটির নাম বিয়াঙ্কা জেমি (১২)। মাত্র ৬ সপ্তাহে আইফোনের জন্য ৮৫ হাজার টাকা যোগাড় করেছে সে। খবর জিও নিউজের।

সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী জানান, তার আইফোন কেনার অনেক শখ ছিল। এর জন্য প্রায় ৩ হাজার দিরহাম প্রয়োজন ছিল। কিন্তু এতো টাকা দেয়ার সক্ষমতা নেই তার বাবা-মায়ের। এরপর তার এক বান্ধবী তাকে পরামর্শ দেয়, নিজের স্কুলের সহপাঠীদের কাছে বাড়িতে বানানো রুটি বিক্রির।

বিয়াঙ্কা বলেন, তার বাবা তাকে রুটির কাঁচামাল কিনতে ১০০ দিরহাম দেয়। আর মা শিখিয়ে দেয় কীভাবে রুটি তৈরি করতে হবে। মাত্র দেড় মাসে বিয়াঙ্কা তার আইফোনের জন্য তিন হাজার দিরহাম আয় করতে সক্ষম হয়।

বিয়াঙ্কা বিদ্যালয়ে প্রথম দিন ১০ দিরহাম করে চারটি রুটি বিক্রি করতে পেরেছিল। কিন্তু পরদিন থেকে দিনে গড়ে তার এই বিক্রি পৌঁছায় ৬০টিতে। এতে চলতি মার্চের দ্বিতীয় সপ্তাহে এসে তার প্রায় তিন হাজার দিরহাম জোগাড় হয়ে যায়।

বিয়াঙ্কা ইতোমধ্যে তার শখের আইফোন ১৪ কিনে ফেলেছে। তার পরবর্তী লক্ষ্য নিজের নামে একটি বেকারি ও কফির দোকান চালু করা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply