সুন্দরবনে অপহৃত ১৩ জেলেকে উদ্ধার করেছে র‍্যাব

|

বঙ্গোপসাগরে জলদুস্যুদের হাতে অপহৃত ১৩ জেলেকে সুন্দরবন এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব। তবে উপস্থিতি টের পেয়ে দস্যু দল পালিয়ে গেছে। পরে উদ্ধারকৃতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, গত এক সপ্তাহ আগে বঙ্গোপসাগর থেকে বেশ কয়েকজন জেলেকে অপহরণ করে জলদস্যুরা। অপহরণের পর সুন্দরবনের পশুর নদীর একটি খালের ভেতরে এসব জেলেদের আটকে রেখে মুক্তিপণ আদায় করছিল দস্যুরা।

জেলেদের পরিবারের অভিযোগ পেয়ে তাদের উদ্ধারে সুন্দরবনে অভিযানে নামে র‍্যাব। মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরবনের পাশাখালি এলাকা থেকে ১৩ জেলেকে উদ্ধার করে র‍্যাব ৮।

র‍্যাব ৮ এর অধিনায়ক আতিকা ইসলাম বলেন, যে সমস্ত জেলে অপহৃত হয়েছিলো তারা ট্রলার মালিক সমিতির সাথে যোগাযোগ করে, আমাদের সাথে যোগাযোগ করে তাদের পরিবার।

আমরা যখন জানতে পারলাম ট্রলারসহ জেলেরা পশুর নদীতে আছে তখন এই বিশেষ অভিযান পরিচালনা করি। তবে আমরা এসে জলদস্যুদের পাইনি। অপহৃত জেলেদের উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply